নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৫, বৃহস্পতিবার
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। এ সময়ের মধ্যে ঢাকাসহ ৯টি অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিমি বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে সমুদ্রবন্দরগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বয়ে যাচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে ঝড়ো বাতাস ও বৃষ্টির প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
আবহাওয়াবিদদের পরামর্শ, এমন পরিস্থিতিতে নৌযান চালনায় সতর্কতা অবলম্বন করা উচিত এবং প্রয়োজন ছাড়া খোলা জায়গায় বের না হওয়াই ভালো।