২৪ ঘণ্টায় শনাক্ত ৩ জন নমুনা পরীক্ষা মাত্র ২১টি, শনাক্তের হার ১৪.২৯%, বাংলাদেশে দীর্ঘ বিরতির পর আবারও করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মাত্র ২১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়, যা শতকরা হিসেবে ১৪ দশমিক ২৯ শতাংশ।
এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন। সর্বশেষ মৃত্যুসহ করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে।
করোনার ইতিহাস সংক্ষেপে:
- প্রথম শনাক্ত: ৮ মার্চ, ২০২০
- প্রথম মৃত্যু: ১৮ মার্চ, ২০২০
- সর্বোচ্চ মৃত্যু: ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, দিনে ২৬৪ জন করে মৃত্যু
সতর্কতার বিকল্প নেই
বিশ্বজুড়ে করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও মাঝে মাঝে এর প্রভাব আবার দেখা যাচ্ছে। বাংলাদেশেও নতুন করে শনাক্ত ও মৃত্যুর খবর সতর্ক হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হালকা জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত পরীক্ষা করা উচিত। মাস্ক ব্যবহার, হাত ধোয়ার অভ্যাস এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।