বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শোভন রহমান এর নিকট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাঘারপাড়া শাখার পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে বাঘারপাড়া পৌরসভার নাগরিক সুবিধা উন্নয়নসহ উপজেলার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরা হয়।
স্মারকলিপিতে বিশেষভাবে দাবি করা হয়—বাঘারপাড়া পৌরসভাকে একটি আধুনিক ও ডিজিটাল পৌরসভায় রূপান্তরের লক্ষ্যে একটি আধুনিক পৌরপার্ক ও গণশৌচাগার নির্মাণ, প্রতিটি ওয়ার্ডে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা এবং স্যানিটারি ব্যবস্থার আধুনিকায়ন, রাস্তাঘাটে পর্যাপ্ত সংখ্যক স্ট্রিট লাইট স্থাপন এবং পুরো পৌর এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার বিষয়টি নিশ্চিত করা।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সড়ক সংস্কার, যানবাহন চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যও দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াহিয়া জিসান, বাঘারপাড়া উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী ফরহাদ হোসেন জনি ও সোহেল রানা, সদস্য ডা. নজরুল ইসলাম, রাজিবুল ইসলাম, সালমান পারভেজ, মুকুল হাসান, রিপন হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।